Some Current Affairs 4th March 2023 – 4th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

4th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Some Current Affairs 4th March 2023 (4th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Some Current Affairs 4th March 2023 – 4th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ঋষিকেশে গঙ্গা নদীর তীরে আন্তর্জাতিক যোগা উৎসব 2023 অনুষ্ঠিত হলো।

2. ট্রাডিশনাল মেডিসিনের উপর গ্লোবাল কনফারেন্স এন্ড এক্সপো এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বোনন্দ সোনোয়াল ।

3. আদানি গ্রুপের উপর Hindenburg রিপোর্ট পর্যবেক্ষণ করতে সুপ্রিম কোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করলো, যার প্রধান হলেন বিচারপতি AM Sapre.

4. ‘BS Banker of the Year 2022’ হলেন HDFC ব্যাংকের MD এবং CEO শশীধর জগদিশান।

5. সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারপার্সন হিসেবে জিষ্ণু বড়ুয়া কে নিযুক্ত করা হলো।

6. ভারতীয় রেলওয়ের জন্য ‘Make-in-India’ ভ্যালু চেইন তৈরির জন্য Godrej & Boyce এবং Renmakch চুক্তি স্বাক্ষর করলো।

7. সম্প্রতি SpaceX নাসা এর Crew – 6 মিশন লঞ্চ করলো।

8. আইপিএস অফিসার রেশমি শুক্লা কে সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো।

9. হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কাছ থেকে 70 টি HTT-40 ট্রেনার এয়ারক্রাফট কেনার অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

10. ইউনিয়ন হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি Porter প্রাইজ 2023 জিতলো।

আরও পড়ুন:

Leave a Comment