Today Current Affairs In Bengali 14th March 2023 – 14th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

Rate this post

14th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Today Current Affairs In Bengali 14th March 2023 (14th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Today Current Affairs In Bengali 14th March 2023 – 14th মার্চ 2023 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolve_Current_Affairs

1. ভারত এবং ফ্রান্স আরবসাগরে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ পরিচালনা করলো।

2. RRR সিনেমার ‘Naatu Naatu’ গানটি বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে এবং ‘The Eplephant Whisperers’ বেস্ট ডকুমেন্টরি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার পুরস্কার 2023 জিতলো।

3. Knight Frank রিপোর্ট 2023 অনুযায়ী Most Preferred Foreign Location হলো সংযুক্ত রাজ্য (UK).

4. তামিলনাড়ু প্লান্টে All Women Production Line লঞ্চ করলো ভারতীয় কমার্শিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারার Ashok Leyland.

5. ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি Mount Merapi সম্প্রতি জেগে ওঠে অগ্ন্যুৎপাত ঘটালো।

6. গুয়াহাটিতে প্রথম সুপ্রিম অডিট ইনস্টিটিউশন 20 সিনিয়র অফিসার্স মিটিং এর আয়োজন করা হলো।

7. কর্ণাটকে নব-নির্মিত 118 কিমি দীর্ঘ Bengaluru-Mysuru এক্সপ্রেসওয়ে কে দেশের জন্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8. ব্রড গেজ নেটওয়ার্ক কে 100 শতাংশ ইলেকট্রিফিকেশন করার নজির গড়লো মধ্য রেলওয়ে।

9. মহারাষ্ট্রের নাগপুরে নতুন একটি ইনিশিয়েটিভ শুরু করা হলো যার নাম ‘beggar-free city’.

10. ভারত এবং অস্ট্রেলিয়া অডিও-ভিজ্যুয়াল কো-প্রোডাকশন এগ্রিমেন্ট স্বাক্ষর করলো।

আরও পড়ুন:

Leave a Comment