23rd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Daily Current Affairs Bengali 23rd July 2023

Rate this post

23rd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs Bengali 23rd July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 23rd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs Bengali 23rd July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

23rd জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Daily Current Affairs Bengali 23rd July 2023

1. DPIT এবং গুজরাট সরকার ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ প্রোগ্রাম লঞ্চ করলো।

2. ইন্ডিয়ান নেভী এবং নেভী ওয়েলফেয়ার এন্ড ওয়েলনেস এসোসিয়েশন ‘G20 THINQ’ এর দ্বিতীয় সংস্করণ লঞ্চ করলো।

3. সম্প্রতি রাজস্থান এসেম্বলি ‘রাজস্থান মিনিমাম গ্যারান্টিড ইনকাম বিল 2023’ পাশ করালো।

4. ভারতের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে শক্তিশালী করে তুলতে ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বায়োসায়েন্স কোম্পান Absolute® চুক্তি স্বাক্ষর করলো।

5. ‘স্টেট অফ গভারন্যান্স ইন্ডিয়া 2047’ এর থিমের অধীনে সম্মানীয় SKOCH গোল্ড আওয়ার্ড পেলো জম্মু এন্ড কাশ্মীর রুরাল লাইভলিহুড মিশন (JKRLM).

6. MeitY এবং মেটার সাথে XR স্টার্টআপ প্রোগ্রামে যোগদান করলো HCLTech.

7. কেন্দ্রীয় ফাইন্যান্স এন্ড কর্পোরেট আফফায়ার্স মন্ত্রী নির্মলা সিতারামন আগরতলা তে GST ভবনের উদ্বোধন করলেন।

8. টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে 600 টি উইকেট সংগ্রহ করলেন স্টুয়ার্ট ব্রড।

9. 21 টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে গ্রাউন্ড ওয়াটার এক্ট সফলভাবে চালু করলো মিনিস্ট্রি অফ জল শক্তি।

10. ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার ভিনসেন্ট রাজকুমার কে International Myeloma Foundation (IMF) এর বোর্ড অফ ডিরেক্টরস এর চেয়ারম্যান-ইলেক্ট পদে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment