বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 5th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 5th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs in Bengali 5th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 5th September 2023

1. দেরাদুনে গ্লোবাল ইনভেস্টর সামিটের জন্য লোগো এবং ওয়েবসাইট লঞ্চ করলো উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

2. ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ 2023 ট্রফি জিতলো মোহনবাগান সুপার জায়েন্ট।

3. ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 খেতাব জিতলেন ম্যাক্স ভার্সটাপ্পন।

4. রাজঘাটের কাছে 12 ফুটের মহাত্মা গান্ধী মূর্তি এবং গান্ধী ভাটিকা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

5. মাহিন্দ্রা ব্যাংকের MD এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন উদয় কোটাক, অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন দীপক গুপ্ত।

6. আকাশবাণীর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ড. বসুধা গুপ্ত।

7. সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT) ‘মেরা বিল মেরা অধিকার’ GST রিওয়ার্ড স্কীম লঞ্চ করলো।

8. প্রাক্তন নেদারল্যান্ড গোলকিপার Jan Jongbloed সম্প্রতি প্রয়াত হলেন।

9. MSME এক্সপোর্টারদের ক্রস-বর্ডার লজিসটিক্সের জন্য আমাজন এবং ইন্ডিয়া পোস্ট চুক্তি স্বাক্ষর করলো।

10. প্রতিবছর 1 – 7 ই সেপ্টেম্বর National Nutrition সপ্তাহ 2023 পালিত হয়।

আরও পড়ুন:

Leave a Comment