কারেন্ট অ্যাফেয়ার্স 10th আগস্ট 2023 | Gk Current Affairs 10th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 10th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 10th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 10th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে কারেন্ট অ্যাফেয়ার্স 10th আগস্ট 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 10th আগস্ট 2023 | Gk Current Affairs 10th August 2023

1. ভারত, ইউএস, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে মালবার নৌ-অনুশীলন অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে।

2. মাইক্রোসফটের বদলে দেশীয় ভাবে তৈরি Maya অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চলেছে ডিফেন্স মিনিস্ট্রি।

3. প্রখ্যাত মালয়ালাম ডিরেক্টর, স্ক্রিনলেখক Siddique Ismail 63 বছর বয়সে প্রয়াত হলেন।

4. ওড়িশা হাইকোর্টের প্রধানবিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শুভাশিস তালপাত্র।

5. বিশ্ব U-17 চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিবিদরা 11 টি মেডেল (গোল্ড – 1, সিলভার – 7, ব্রোঞ্জ – 3) জিতলো।

6. মণিপুরের অবস্থার পর্যালোচনা ও বিশ্লেষণ করতে মহিলাদের একটি প্যানেল তৈরি করতে চলেছে সুপ্রিমকোর্ট, যার প্রধান দায়িত্বে থাকবেন বিচারপতি গীতা মিত্তল।

7. নতুন প্রধানমন্ত্রী হিসেবে Hun Sen এর পুত্র Hun Manet কে নিযুক্ত করল কম্বোডিয়ার রাজা।

8. প্রতিবছর 9 ই আগস্ট International Day of the World’s Indigenous People পালিত হয়, এবছরের থিম – ‘Indigenous Youth as Agents of Change for Self-determination’.

9. Amit Jhingran কে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো SBI Life.

10. বীর শহীদদের সম্মান জানাতে দেশজুড়ে ‘Meri Mati Mera Desh’ ক্যাম্পেইন লঞ্চ করা হল।

আরও পড়ুন:

Leave a Comment