কারেন্ট অ্যাফেয়ার্স 18th আগস্ট 2023 | Latest Current Affairs 2023 18th August

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 18th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 2023 18th August থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 18th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Latest Current Affairs 2023 18th August যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 18th আগস্ট 2023 | Latest Current Affairs 2023 18th August

1. 2024 সালের মাঝে বহু-দেশীয় অনুশীলন ‘Tarang Shakti’ এর আয়োজন করতে চলেছে ভারতীয় বায়ু সেনা।

2. কোরিয়া এডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (KAIST) হিউম্যানয়েড রোবোট ‘Pibot তৈরি করতে চলেছে যা এরোপ্লেন কে সুরক্ষিতভাবে চালাতে সক্ষম হবে।

3. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সম্প্রতি প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান (PM-USHA) লঞ্চ করল।

4. ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার তামিলনাড়ুতে গড়ে উঠতে চলেছে।

5. মেঘালয়তে চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং মায়েদের মানসিক স্বাস্থ্যের উন্নতি বৃদ্ধির জন্য ADB $ 40.5 মিলিয়ন লোনের অনুমোদন দিল।

6. তামিলনাড়ু সরকার এবং রেসিং প্রমোশন প্রাইভেট লিমিটেড চেন্নাইতে ভারতের প্রথম রাত্রিকালীন স্ট্রিট রেসিং সার্কিট লঞ্চ করল।

7. প্রাক্তন DRDO চিফ VS Arunachalam 87 বছর বয়সে প্রয়াত হলেন।

8. পাঁচটি যুদ্ধ জাহাজ তৈরির জন্য 20,000 কোটি টাকার চুক্তির মান্যতা দিল কেন্দ্রীয় সরকার।

9. আইআইটি দিল্লীতে জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করল Wipro.

10. Ashleigh Gardner এবং Chris Woakes কে আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর জুলাই 2023 ঘোষণা করা হল।

আরও পড়ুন:

Leave a Comment