বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2023 | One Liner Current Affairs 26th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে One Liner Current Affairs 26th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2023 | One Liner Current Affairs 26th September 2023

1. রাজ্যের মধ্যে স্থানীয় পর্যটনকে প্রমোট করতে গোয়া সরকার State Shack পলিসি 2023-2026 এর মান্যতা দিলো।

2. চীনের হাংঝাউতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল গোল্ড মেডেল জিতলো।

3. জাতীয় পুরস্কার প্রাপ্ত মালেয়ালাম চলচ্চিত্র নির্মাতা K G George 78 বছর বয়সে প্রয়াত হলেন।

4. মধ্যপ্রদেশের বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ ভারতের 54 তম টাইগার রিজার্ভের মান্যতা পেলো।

5. ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির ইউএস তে উদ্বোধন হতে চলেছে।

6. প্রতিবছর 25 শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়, এবছরের থিম – Pharmacy Strengthening Health Systems.

7. অরুণাচল প্রদেশের জন্য তিনটি অতিরিক্ত বায়ুপথের ঘোষণা করলেন কেন্দ্রীয় এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দ্রিয়া।

8. ICIC Lombard এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সঞ্জীব মান্ত্রীকে নিযুক্ত করা হলো।

9. উত্তর প্রদেশে ভারত ড্রোন শক্তি – 2023 এক্সিহিবিশনের উদ্বোধন করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

10. YUDH ABHYAS এর 19 তম সংস্করণ USA এর আলাস্কাতে অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন:

Leave a Comment