বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th সেপ্টেম্বর 2023 | Speedy Current Affairs 12th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 12th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Speedy Current Affairs 12th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th সেপ্টেম্বর 2023 | Speedy Current Affairs 12th September 2023

1. 2023 আর্চারি বিশ্বকাপে Prathamesh Jawkar সিলভার মেডেল জিতলেন।

2. ইউএস ওপেন 2023 পুরুষ একক বিভাগে খেতাব জিতলেন নোভাক জোকোভিচ।

3. ভারতে স্কিল ডেভেলপমেন্ট এবং এন্ত্রাপ্রিনিউরশিপ ট্রান্সফর্ম করতে আইআইএম ইন্দোর এবং NSDC জোটবদ্ধ হল।

4. 2023 টাটা স্টিল চেস ইন্ডিয়া ট্যুরনামেন্টে R Praggnanandhaa তৃতীয় স্থানে শেষ করলো।

5. জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বহু প্রতীক্ষিত Bangus Valley উৎসবের উদ্বোধন করলেন।

6. 19 তম হেড অফ এশিয়ান কোস্ট গার্ড এজেন্সি মিটিং এ ভারতীয় কোস্ট গার্ড অংশগ্রহণ করলো।

7. বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড লাদাখের নিয়োমা তে গড়ে উঠতে চলেছে।

8. স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ 2023 ক্লিন এয়ার সার্ভেতে ইন্দোর শীর্ষস্থান অধিকার করলো।

9. গত 10 ই সেপ্টেম্বর World Suicide Prevention দিবস পালিত হলো, এবছরের থিম – Creating Hope Through Action.

10. ভারত ব্রাজিলের হাতে G20 সভাপতিত্বের দায়িত্ব তুলে দিলো।

আরও পড়ুন:

Leave a Comment