বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th সেপ্টেম্বর 2023 | Today Current Affairs In Bengali 29th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Today Current Affairs In Bengali 29th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th সেপ্টেম্বর 2023 | Today Current Affairs In Bengali 29th September 2023

1. লন্ডনের রোপওয়ে কনস্ট্রাকশন ফার্ম পোমা গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করলো উত্তরাখন্ড সরকার।

2. এশিয়ান গেমস 2023 এর 10 m এয়ার পিস্তল ইভেন্টে ভারতীয় পুরুষদল গোল্ড মেডেল জিতলো।

3. 2023 ওয়ার্ল্ড ট্যালেন্ট সূচীতে ভারত 56 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড।

4. ভারত এবং ইউনাইটেড নেশন্স যৌথভাবে ‘India-UN Capacity Building Initiative’ নামক গুরুত্বপূর্ণ ক্যাপাসিটি-বিল্ডিং ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

5. ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন 98 বছর বয়সে প্রয়াত হলেন।

6. প্রতিবছর 28 শে সেপ্টেম্বর বিশ্ব র‍্যাবিস দিবস পালন করা হয়, এবছরের থিম – All for 1, One Health for All.

7. ভারতে অ্যান্ড্রইড ব্যবহারকারীদের জন্য ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমের উন্মোচন করলো গুগল।

8. ন্যাশনাল স্মার্ট সিটিজ কনক্লেভ 2023 এ ব্যাঙ্গালোর শ্রেষ্ঠ স্মার্ট সিটির তকমা পেলো।

9. গ্লোবাল ইনোভেশন ইনডেক্স 2023 এ ভারত 40 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইজারল্যান্ড।

10. ফিনটেক সেক্টরকে গতি প্রদান করতে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, DLAI এর সাথে চুক্তি স্বাক্ষর করলো।

আরও পড়ুন:

Leave a Comment