কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2023 | Bengali Current Affairs 10th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 10th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 10th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2023 | Bengali Current Affairs 10th October 2023

1. ‘Nav-eCash’ কার্ড লঞ্চ করার জন্য ভারতীয় নৌবাহিনী এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জোটবদ্ধ হলো।

2. Claudia Goldin কে অর্থনীতি বিজ্ঞানে নোবেল প্রাইজ 2023 সম্মানে সম্মানিত করা হলো।

3. গ্রীন হাইড্রোজেনের জন্য ভারত এবং সৌদি আরব চুক্তি স্বাক্ষর করলো।

4. দ্রুততম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে 1000 রান সম্পন্ন করলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

5. প্রতিবছর 9 ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়জ এবছরের থিম – Together for Trust: Collaborating for a safe and connected future, প্রতিবছর 8 ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয়।

6. তেলেঙ্গানাতে Sarakka Central Tribal University নামক ট্রাইবাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

7. মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দেশের প্রথম হাই-টেক স্পোর্টস ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8. জেনারেল ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রামস্বামী এন কে নিযুক্ত করা হলো।

9. 2023 বর্ষের জন্য ভারতের গ্রোথ 6.6% নির্ধারণ করলো UNCTAD.

10. ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা Terence Davies 77 বছর বয়সে প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment