কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2023 | Bengali Current Affairs 1st October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 1st October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 1st October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2023 | Bengali Current Affairs 1st October 2023

1. এশিয়ান গেমস 2023 এ টেনিসে গোল্ড মেডেল জিতলো রোহান বোপান্না এবং রুতুজা ভোসলে জুটি।

2. বায়ু দূষণ রুখতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 15 পয়েন্টের উইন্টার অ্যাকশন প্লানের উন্মোচন করলেন।

3. Ruixiang Zhang কে গনিতে SASTRA রামানুজম প্রাইজে সম্মানিত করা হলো।

4. অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার (ASCI) চেয়ারম্যান পদে সৌগত গুপ্তকে কে নিযুক্ত করা হলো।

5. UPSC এর সদস্য হিসেবে অফিস এবং সিক্রেসির শপথ গ্রহণ করলেন ড. দীনেশ দাসা।

6. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI) বোর্ডের চেয়ারম্যান পদে কে এন শনথ কুমারকে নির্বাচিত করা হলো।

7. এশিয়ান পেইন্টস এর সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন ড্যানি 79 বছর বয়সে প্রয়াত হলেন।

8. কাইমুর জেলায় দ্বিতীয় টাইগার রিজার্ভ গড়ে তুলতে চলেছে বিহার সরকার।

9. টাটা অ্যাডভান্সড সিস্টেমের চেয়ারম্যান পদে বনমালী আগারওয়ালকে নিযুক্ত করা হলো।

10. ইন্টেল ইন্ডিয়া প্রেসিডেন্ট পদে গোকুল সুব্রামনিয়াম কে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment