কারেন্ট অ্যাফেয়ার্স 20th অক্টোবর 2023 | Bengali Current Affairs 20th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 20th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 20th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 20th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 20th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 20th অক্টোবর 2023 | Bengali Current Affairs 20th October 2023

1. গ্লোবাল পেনশন ইনডেক্স 2023 এ ভারত 45 তম স্থান অধিকার করলো, নেদারল্যান্ডস শীর্ষস্থান অধিকার করলো।

2. ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক আফফায়ার্স (CCEA) লাদাখে 13 GW গ্রীন এনার্জি করিডোর প্রজেক্টের মান্যতা দিলো।

3. ওড়িশা এবং ত্রিপুরার রাজ্যপাল পদে রঘুবর দাস এবং ইন্দ্র সেন রেড্ডি নাল্লুকে নিযুক্ত করা হলো যথাক্রমে।

4. উত্তর প্রদেশে দেশের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম লঞ্চ হতে চলেছে।

5. গ্লোবাল রিমোট ওয়ার্ক ইনডেক্সে ভারত 108 টি দেশের মধ্যে 64 তম স্থান অধিকার করলো।

6. ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন বোর্ডে ড: মীনেশ শাহ কে নির্বাচিত করা হলো।

7. Sanjay Kulshreshtha কে HUDCO এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো।

8. ক্যামব্রিয়ান প্যাট্রোল 2023 মিলিটারিতে ভারতীয় সেনাবাহিনী গোল্ড মেডেল জিতলো।

9. সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আশুতোষ শর্মা যুবরাজ সিংয়ের দ্রুততম 50 রানের রেকর্ড ভাঙলো।

10. ইকুয়েডরের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে Daniel Noboa কে নির্বাচিত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment