কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2023 | Bengali Current Affairs 21st October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 21st October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 21st October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2023 | Bengali Current Affairs 21st October 2023

1. প্রতিবছর 20 ই অক্টোবর বিশ্ব জুড়ে International Chefs Day পালিত হয়, এছাড়া এই দিনটি বিশ্ব স্ট্যাটিস্টিক্স দিবস হিসেবেও পালিত হয়।

2. 2030 সালের মধ্যে গ্লোবাল ট্রাভেলে ভারত চতুর্থ বৃহত্তম Spender হতে চলেছে।

3. ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) সাইক্লোন তেজ সম্পর্কে মুম্বাইকে সতর্ক করলো।

4. তিনটি টাইগার রিজার্ভের জন্য স্পেশ্যাল টাইগার প্রটেকশন ফোর্স গঠনের অনুমোদন দিলো অরুণাচল প্রদেশ মন্ত্রী পরিষদ।

5. অসমের গুয়াহাটিতে নবনির্মিত ‘শ্রদ্ধাঞ্জলি’ ফ্লাইওভারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

6. বিশ্বের নাম্বার ওয়ান দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে কৃতিত্ব অর্জন করলো ভারতীয় গ্র্যান্ডমাস্টার কার্থীকেয়ান মুরলি।

7. ‘Freight Tiger’ এর 27% মালিকানা অর্জন করতে 150 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা মোটরস।

8. ক্রিকেটার মোহাম্মদ সামীকে Puma এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।

9. সাস্টেনবিলিটি ইনিশিয়েটিভ এর জন্য দি ইনস্টিটিউট অফ চার্টাড একাউনট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) সম্মানীয় ইউএন আওয়ার্ড পেলো।

10. ষষ্ঠ এসেম্বলি অফ দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নতুন দিল্লীতে 30 শে অক্টোবর থেকে 2 রা নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন:

Leave a Comment