কারেন্ট অ্যাফেয়ার্স 31st অক্টোবর 2023 | Bengali Current Affairs 31st October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 31st অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 31st October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 31st অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 31st October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 31st অক্টোবর 2023 | Bengali Current Affairs 31st October 2023

1. Matthew Perry, যিনি FRIENDS টিভি সিরিজে Chandler এর ভূমিকায় বিখ্যাত ছিলেন, 54 বছর বয়সে প্রয়াত হলেন।

2. ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স Cayman দ্বীপপুঞ্জকে ‘Grey List’ থেকে সরিয়ে দিলো।

3. 37 তম ন্যাশনাল গেমস 2023 এর অফিসিয়াল স্পনসর হলো Paytm.

4. গতকাল 29 শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালিত হলো, থিম – Together we are #Greater Than Stroke.

5. ভারত সরকার কমপ্রিহেনসিভ ন্যাশনাল ভিশন প্লান ‘Vision India@2047’ লঞ্চ করতে চলেছে।

6. ক্রিকেট আইকন এম এস ধোনিকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI).

7. বিশ্বপ্রেম এবং কর্পোরেট সামাজিক দায়িত্বের কারণে নীতা আম্বানি USISPF গ্লোবাল লিডারশিপ আওয়ার্ড পেলেন।

8. এশিয়ান প্যারা গেমস 2023 এ পুরুষ দাবাতে দর্পণ ইনানি, সৌন্দর্য প্রধান এবং অশ্বিন গোল্ড মেডেল জিতলেন।

9. দেশের প্রথম রাজ্য হিসেবে কেরালার 14 টি জেলার সবগুলিতে হলমার্কিং সেন্টার গড়ে উঠলো।

10. ভারতীয় সেনাবাহিনী এবং এয়ারফোর্স ভারত-কাজাখস্তান যৌথ মিলিটারি অনুশীলন ‘Excercise KAZIND – 2023’ এ অংশগ্রহণ করলো।

আরও পড়ুন:

Leave a Comment