কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2023 | Bengali Current Affairs 7th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 7th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 7th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2023 | Bengali Current Affairs 7th October 2023

1. মণিপুরী ভাষায় Dilip Nongmaithem বাল সাহিত্য পুরস্কার পেলেন।

2. নরওয়ের লেখক Jon Fosse বা Jon Olav Fosse সাহিত্যে নোবেল প্রাইজ 2023 জিতলেন।

3. ট্রাইবাল আফফায়ার্স মন্ত্রী অর্জুন মুন্ডা চতুর্থ একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস ন্যাশনাল কালচার এন্ড লিটারারি ফেস্ট এবং কলা উৎসব 2023 এর উদ্বোধন করলেন

4. একটানা 15 তম কোয়াটারে GPF সুদের হার 7.1% এ অপরিবর্তিত রাখলো কেন্দ্রীয় সরকার।

5. ফিনটেক ইউনিকর্ন স্লাইস, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে মার্জ করতে চলেছে।

6. এশিয়ান গেমস 2023 এ পুরুষদের 4×400m রিলেতে ভারতীয় দল সোনা জিতলো।

7. মহিলাদের 5000m রেস জিতে তৃতীয় ভারতীয় ট্র্যাক এন্ড ফিল্ড এথলিট হিসেবে পারুল চৌধুরী এশিয়ান গেমসে গোল্ড মেডেল জিতলেন।

8. শ্রীনগর থেকে CRPF মহিলা বাইক এক্সিপিডিশন ‘Yashasvini’ এর সূচনা করলেন জম্মু-কাশ্মিরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

9. তামিল লেখিকা Ambai কে টাটা লিটারেচার লাইভ! লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড এ সম্মানিত করা হলো।

10. প্রথম ভারতীয় হিসেবে গ্লোবাল ইন্ডিয়ান আওয়ার্ড পেতে চলেছেন প্রখ্যাত লেখক সুধা মূর্তি।

আরও পড়ুন:

Leave a Comment