9th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Best Current Affairs For UPSC 9th July 2023

Rate this post

9th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Best Current Affairs For UPSC 9th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 9th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Best Current Affairs For UPSC 9th July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

9th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Best Current Affairs For UPSC 9th July 2023

1. প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ইন্সুরেন্স কভার দ্বিগুন করে দিলো গুজরাট সরকার।

2. অনিতা ভারত শাহ নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ”Colours of devotion”.

3. ক্রেডিট কার্ড নেটওয়ার্ক পোর্টাবিলিটির উপর ড্রাফট সার্কুলার প্রকাশ করলো RBI.

4. বারাণসীতে 12100 কোটি টাকার 29 টি প্রজেক্টের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5. দেওঘরে সম্প্রতি বিশ্ব বিখ্যাত শ্রাবনী মেলার উদ্বোধন করা হলো।

6. শ্রী কন্ডা লক্ষন তেলেঙ্গানা স্টেট হর্টিকালচার ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর B. Neeraja Prabhakar কে ICAR-Indian Institute of Oil Palm Research (IIOPR) এর গবেষণা উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হলো।

7. পিছিয়ে পড়া শ্রেণীর মহিলা উদ্যোগকতাদের সাহায্যার্থে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট Swarnima নামক টার্ম লোন স্কীম লঞ্চ করলো।

8. ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল এর অন্তর্বর্তীকালীন চেয়ারপার্সন হিসেবে বিচারপতি শেও কুমার সিং কে নিযুক্ত করা হলো।

9. ভারতের বাইরে তানজানিয়া তে প্রথম আইআইটি হিসেবে স্থাপিত হতে চলেছে আইআইটি মাদ্রাস।

10. প্রখ্যাত শিল্পী K M Vasudevan Namboothiri সম্প্রতি প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment