দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 23rd November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 23rd November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 23rd November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 23rd November 2023

1. FIFA-AIFF অ্যাকাডেমীর জন্য AIFF এবং ওড়িশা সরকার চুক্তি স্বাক্ষর করলো।

2. পুরুষ অনুর্দ্ধ-19 বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকাতে সরিয়ে নিয়ে গেল আইসিসি।

3. গোয়াতে অনুষ্ঠিত IFFI তে 17 তম ফিল্ম বাজার লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

4. মেঘলয়াতে ইন্দো-ইউএস জয়েন্ট স্পেশ্যাল ফোর্সেস ‘VAJRA PRAHAR 2023’ অনুশীলন শুরু করলো।

5. গ্লোবাল ডেলিভারি সেন্টারের লিডার হিসেবে অপর্ণা গুপ্তকে নিযুক্ত করলো মাইক্রোসফট।

6. বাংলার ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে সৌরভ গাঙ্গুলিকে নিযুক্ত করলেন মমতা ব্যানার্জী।

7. গত 21 শে নভেম্বর ওয়ার্ল্ড ফিশারিজ দিবস পালন করা হলো।

8. ইনল্যান্ড ওয়াটারওয়েজ এবং আয়ুষ প্রজেক্টের জন্য কেন্দ্রীয় সরকার 1100 কোটি টাকা বরাদ্দ করলো।

9. প্রসূন যোশী ড: হেমা যোশীর একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Do Palkon Ki Chhavn Main’.

10. প্রতিবছর 18 – 24 শে নভেম্বর World Antimicrobial Resistance সচেতনতা সপ্তাহ পালন করা হয়।

আরও পড়ুন:

Leave a Comment