দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 25th November 2023

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 25th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 25th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 25th November 2023

1. মালয়ালাম লেখিকা P Valsala 85 বছর বয়সে প্রয়াত হলেন।

2. লাস ভেগাস প্রিক্স 2023 খেতাব জিতলেন ম্যাক্স ভার্সটাপ্পন।

3. ইয়ুথ ওয়াটার কনভারসেশন অ্যাওয়ারনেসের জন্য ‘Wat Smart Kid Campaign’ লঞ্চ করলো মেঘালয় সরকার।

4. নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর অক্টোবর হলো।

4. উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার গান্ধীনগরে গ্লোবাল প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস কনভেনশনের উদ্বোধন করলেন।

5. মথুরাতে ‘Mirabai Janmostsav’ এ অংশগ্রহণ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6. ইউএন এক্সটার্নাল অডিটর’স প্যানেলের সহ-সভাপতি পদে CAG গিরিশচন্দ্র মুর্মুকে নির্বাচিত করা হলো।

7. আন্তর্জাতিক মহিলা ক্রিকেট থেকে ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের ব্যান করলো আইসিসি।

8. ইন্সুরেন্স প্রোডাক্ট অফার করতে কর্ণাটক ব্যাংক এবং HDFC লাইফ জোটবদ্ধ হলো।

9. গ্লোবাল ফিশারিজ কনফারেন্স 2023 ভারতের আহমেদাবাদে শুরু হলো।

10. সংযুক্ত আরব আমিরশাহী সম্প্রতি বিশ্বের বৃহত্তম সিঙ্গল-সাইট সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করলো।

আরও পড়ুন:

Leave a Comment