বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 3rd December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 3rd December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 3rd December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 3rd December 2023

1. ইনক্লুসিভ ইন্ডাস্ট্রি ট্রানজিশন এর উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী LeadIT 2.0 লঞ্চ করলেন।

2. দ্রুততম ভারতীয় হিসেবে পুরুষ টি-20 ক্রিকেটে 4000 রান সম্পন্ন করলেন ঋতুরাজ গাইকওয়াড়।

3. COP28 এ গ্লোবাল ক্লাইমেট সলিউশনের জন্য $30 বিলিয়ন ফান্ডের উন্মোচন করলো UAE.

4. IDRCL এর চেয়ারম্যান পদের দায়িত্ব নিতে চলেছেন Narayan Seshadri.

5. ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট (NSTI) প্লাস এর শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

6. পড়াশোনার দিক থেকে দুর্বল এমন 25 লক্ষ স্টুডেন্টদের সাহায্যার্থে ‘Mission Daksh’ লঞ্চ করলো বিহার।

7. ইউএস সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি Sandra Day O’Connor 93 বছর বয়সে প্রয়াত হলেন।

8. দিল্লীতে ‘জল ইতিহাস উৎসব’ এর আয়োজন করলো মিনিস্ট্রি অফ জল শক্তি।

9. 2028 সালে COP33 ভারতে হোস্ট করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এবং ব্যাংক অফ ইংল্যান্ড চুক্তি স্বাক্ষর করলো।

আরও পড়ুন:

Leave a Comment