বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 9th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 9th December 2023

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 9th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 9th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 9th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 9th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 9th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 9th December 2023

1. ব্রিটিশ কবি, লেখক এবং অভিনেতা Benjamin Zephaniah 65 বছর বয়সে প্রয়াত হলেন।

2. ডিজিটাল ট্রান্সফর্মেশনের জন্য Accenture এর সাথে জোটবদ্ধ হলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া।

3. উত্তরপ্রদেশের আরবান কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI).

4. ভারতীয় নৌ-বাহিনীর নতুন ভাইস চিফ হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি।

5. Swiggy এর চেয়ারপার্সন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন আনন্দ কৃপালু।

6. ‘Surya Nutan’ প্রমোট করার জন্য ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এবং EKI Energy Services জোটবদ্ধ হলো।

7. ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি এবং GIFT City Infinity Forum এর দ্বিতীয় সংস্করণ হোস্ট করতে চলেছে।

8. জয়পুর ওয়াক্স মিউজিয়ামে ভারতীয় সংবিধানের মুখ্য রূপকার বি আর আম্বেদকরের মোমের মূর্তি স্থাপন করা হলো।

9. 1000-Qubit কোয়ান্টাম চিপ ‘Condor’ এর উন্মোচন করলো IBM.

10. মিজোরামের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন Lalduhoma.

আরও পড়ুন:

Leave a Comment