বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 13th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 13th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Current Affairs in Bengali 13th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th সেপ্টেম্বর 2023 | Daily Current Affairs in Bengali 13th September 2023

1. ভারত এবং সংযুক্ত রাজ্য যৌথভাবে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং ব্রিজ লঞ্চের ঘোষণা করলো।

2. এনার্জি সেক্টরে সহযোগিতার উপর চুক্তি স্বাক্ষর করলো ভারত এবং সৌদি আরব।

3. উত্তর কোরিয়া সম্প্রতি নতুন ‘ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন’ লঞ্চ করলো।

4. তামিলনাড়ু সরকার বৃহত্তম সোশ্যাল ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ ‘Kalaignar Magalir Urimai Thogai Thittam’ লঞ্চ করতে চলেছে।

5. প্রখ্যাত রাজনৈতিক কার্টুনিস্ট অজিত নিনান ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন।

6. Thomas Cook ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জোটবদ্ধ হলো।

7. সন্দীপ বক্সি কে ICICI ব্যাংকের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত করা হলো।

8. বিজয়ওয়াড়া রেলস্টেশন IGBC এর ‘গ্রীন রেলওয়ে স্টেশন’ সার্টিফিকেট পেলো।

9. দ্রুততম খেলোয়াড় হিসেবে একদিবসীয় ক্রিকেটে 13,000 রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি।

10. ফাইনালে বাংলাদেশকে হারিয়ে SAFF U-16 চ্যাম্পিয়নশিপ 2023 খেতাব জিতলো ভারত।

আরও পড়ুন:

Leave a Comment