বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2023 | Gksolve Daily Current Affairs 14th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Daily Current Affairs 14th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Daily Current Affairs 14th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2023 | Gksolve Daily Current Affairs 14th September 2023

1. 2900 কোটি টাকার অধিক মূল্যে 90 টি BRO ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

2. মধ্যপ্রদেশ মন্ত্রী পরিষদ Mob Lynching Victim Compensation স্কীম 2023 এর মান্যতা দিলো।

3. ডোপিং এর জন্য টেনিস থেকে 4 বছরের জন্য ব্যান করা হলো Simona Halep কে।

4. সুব্রতকাপ ইন্টারন্যাশনাল ফুটবল ট্যুরনামেন্টের জন্য দিল্লী এবং গুরুগ্রামের সাথে হোস্ট শহর হিসেবে বেঙ্গালুরু যোগদান করলো।

5. জি-20 এক্সিহিবিশনে সংস্কৃতি মন্ত্রক ‘Bharat: The Mother of Democracy’ নামক পোর্টালের উন্মোচন করলো।

6. ‘AutoPay on QR’ এর জন্য Cashfree পেমেন্টস এবং NPCI জোটবদ্ধ হলো।

7. কর্ণাটককে হারিয়ে পঞ্চম ন্যাশনাল হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ জিতলো মহারাষ্ট্র।

8. ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন মাস্টার্স খেতেন জিতলেন ভারতের কিরণ জর্জ।

9. রাষ্ট্রপতি দ্রৌপদীমুর্মু নতুন দিল্লীতে কৃষকদের অধিকারের উপর প্রথমবার গ্লোবাল সিম্পোসিয়ামের উদ্বোধন করলেন।

10. ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রিজ রিপোর্ট 2023 অনুযায়ী সুইজারল্যান্ড শীর্ষস্থান অধিকার করলো।

আরও পড়ুন:

Leave a Comment