কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2023 | Speedy Current Affairs 12th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 12th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Speedy Current Affairs 12th August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2023 | Speedy Current Affairs 12th August 2023

1. 24×7 ভিডিও ব্যাংকিং সার্ভিস প্রদানকারী ভারতের প্রথম ব্যাংক হল AU স্মল ফাইন্যান্স ব্যাংক।

2. জন ধন সুবিধাপ্রাপ্তদের সংখ্যা তালিকায় বিহার রাজ্য প্রথম স্থান করলো।

3. রাজৌরির chikri wood craft এবং অনন্তনাগের Mushqbudji rice সম্প্রতি জি.আই ট্যাগ পেল।

4. ভারতের প্রথম ইকো-ফ্রেন্ডলি ডেবিট কার্ড লঞ্চ করল এয়ারটেল পেমেন্টস ব্যাংক।

5. নতুন অমরাবতী স্টেশন সেন্ট্রাল রেলওয়ের তৃতীয় ‘গোলাপী স্টেশন’ এ পরিণত হল।

6. নলেজ পার্টনারশিপের জন্য ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (ISB) গোয়া সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করল।

7. ভারতীয় স্টার্টআপ ইনিশিয়েটিভ কে শক্তিশালী করে তুলতে ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দিল্লী ইনোভেশন এন্ড ইনকিউবেশন সেন্টার (IIDC-IC) এবং YES ব্যাংক জোটবদ্ধ হল।

8. উত্তর কোরিয়ার চিফ অফ জেনারেল স্টাফ পদের দায়িত্ব নিলেন Kim Jong Un.

9. তামিলনাড়ুতে নতুন স্পেসপোর্ট স্থাপনের মান্যতা দিল মিনিস্টার অফ স্টেট সায়েন্স এন্ড টেকনোলজি জিতেন্দ্র সিং।

10. UPI লেনদেনের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত ‘Conversational Payments’ এর উন্মোচন করল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

আরও পড়ুন:

Leave a Comment