কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2023 | Bengali Current Affairs 29th October 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 29th October 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Bengali Current Affairs 29th October 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2023 | Bengali Current Affairs 29th October 2023

1. ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস ‘JioSpaceFiber’ এর সূচনা করলো রিলায়েন্স জিও।

2. ইউনিয়ন হাউসিং এন্ড আরবান আফফায়ার্স মন্ত্রী হারদ্বীপ সিং পুরী 16 তম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এন্ড এক্সিহিবিশন 2023 এর উদ্বোধন করলেন, থিম – ‘Integrated and Resilient Urban Transport’.

3. সম্প্রতি জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা লঞ্চ করলো দিল্লী সরকার।

4. চার বছর পর মুম্বাইতে Jio MAMI মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো।

5. 24 তম হর্নবিল উৎসব 2023 আগামী 1 লা ডিসেম্বর থেকে নাগাল্যান্ডে শুরু হতে চলেছে।

6. চীনের প্রাক্তন প্রিমিয়ার Li Keqiang 68 বছর বয়সে প্রয়াত হলেন।

7. আগামী 15 ই নভেম্বর কেন্দ্রীয় সরকার ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ লঞ্চ করতে চলেছে।

8. এয়ারক্রাফট ইঞ্জিন পার্টস তৈরির জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং Safran চুক্তি স্বাক্ষর করলো।

9. PRAGATI (Pro-Active Governance and Timely Implementation) এর 43 তম সংস্করণের সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. গোয়ার পানাজিতে জাতীয় গেমস এর 37 তম সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:

Leave a Comment