বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 13th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 13th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 13th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 13th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 13th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 13th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 13th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 13th December 2023

1. প্রতি বছর 12 ই ডিসেম্বর International Day of Neutrality পালিত হয়।

2. রাজস্থানের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভজন লাল শর্মা।

3. পাকিস্তানি ক্রিকেটার আসাদ শাফিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

4. দীর্ঘ 10 বছর পর মালিতে ইউএন Peacekeeping মিশন শেষ হতে চলেছে।

5. মধ্যপ্রদেশের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মোহন যাদব।

6. নীতি আয়োগের প্রথমবার প্রকাশিত ডেল্টা সূচীতে তেলেঙ্গানার Tiriyani ব্লক শীর্ষস্থান অধিকার করলো।

7. কার্গিল যুদ্ধের স্মরণে দিল্লীতে ‘Honour Run’ এর আয়োজন করলো ভারতীয় সেনাবাহিনী।

8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর প্রাক্তন রাষ্ট্রপতি নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Naye Bharat ka Samaveda’.

9. ভারত নতুন দিল্লীতে 27 তম ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স হোস্ট করতে চলেছে।

10. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজয়ওয়ারাতে ‘Krishnaveni Sangeetha Neerajanam’ এর উদ্বোধন করলেন।

আরও পড়ুন:

Leave a Comment