বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 14th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 14th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 14th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 14th December 2023

1. সাস্টেনেবল ম্যানেজমেন্টের জন্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ইন্ডিয়ান ফরেস্ট এন্ড উড সার্টিফিকেশন স্কীম লঞ্চ করলো।

2. চীন এবং ইজিপ্ট যৌথ ভাবে MisrSat-2 স্যাটেলাইট লঞ্চ করলো।

3. 2023 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎস হিসেবে আফগানিস্তানকে টপকে গেলো মায়ানমার।

4. অজন্তা ইলোরা ফিল্ম উৎসবে বিখ্যাত গীতিকার জাভেদ আখতার পদ্মপানি লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড পেতে চলেছেন।

5. বার্ষিক গ্লোবাল পার্টনারশিপ ফর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সামিট নতুন দিল্লির ভারত মন্ডপমে শুরু হলো।

6. অর্থনৈতিক সম্পর্ককে মজবুতি প্রদান করতে ভারত এবং ওমানের মধ্যে কমপ্রিহেনসিভ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হতে চলেছে।

7. হায়দ্রাবাদ পুলিশ কমিশনার পদে কে এস রেড্ডকে নিযুক্ত করা হলো।

8. প্রাক্তন ইউএন সেক্রেটারি জেনারেল Ban Ki-moon কে 2023 দিওয়ালি ‘Power of One’ সম্মানে সম্মানিত করা হলো।

9. COP28 এ সম্মিলিত জাতীপুঞ্জের ‘Race to Resilience’ এ যোগদান করলো ভারত।

10. ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিষ্ণু দেও সাই।

আরও পড়ুন:

Leave a Comment