বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 15th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 15th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 15th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 15th December 2023

1. প্রতিবছর 14 ই ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজার্ভেশন দিবস পালন করা হয়।

2. Emmy আওয়ার্ড বিজয়ী অভিনেতা Andre Braugher 61 বছর বয়সে প্রয়াত হলেন।

3. মহিলা এবং ট্রান্সজেন্ডারদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ‘Maha Lakshmi Scheme’ -র সূচনা করলো তেলেঙ্গানা।

4. শ্রীলঙ্কার জন্য $ 337 মিলিয়ন সেকেন্ড Tranche লোনের অনুমোদন দিলো আন্তর্জাতিক মনেটারি ফান্ড (IMF).

5. পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান ‘Bhagwant Mann Sarkar, Tuhade Dwaar’ স্কীম লঞ্চ করলেন।

6. পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) এর পার্ট-টাইম সদস্য হিসেবে পরমা সেনকে নিযুক্ত করলো।

7. জীবাশ্ম জ্বালানির উপর ঐতিহাসিক চুক্তির সাথে COP28 সম্পন্ন হলো।

8. লন্ডনে সেন্টার ফর ইনোভেশন ইন সাস্টেনেবল ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং তৈরির জন্য 100 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা স্টিল।

9. বায়োগ্যাস ইনিশিয়েটিভের জন্য DBS ব্যাংকের সাথে জোটবদ্ধ হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

10. ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমীতে অ্যাডমিরাল’স কাপ 2023 জিতলো ইতালি।

আরও পড়ুন:

Leave a Comment