বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 16th December 2023

Rate this post

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ডিসেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bengali Current Affairs 16th December 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ডিসেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bengali Current Affairs 16th December 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ডিসেম্বর 2023 | Daily Bengali Current Affairs 16th December 2023

1. বিহার বিজনেস সামিটে 300 টি কোম্পানির সাথে 50,530 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো।

2. Waste ম্যানেজমেন্টকে বুস্ট করতে এবং 100 টি ভারতীয় শহরের স্যানিটেশন উন্নতি করতে $200 মিলিয়ন লোন বরাদ্দ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

3. অধ্যাপিকা Savita Ladage কে কেমিস্ট্রি এডুকেশন এক্সেলেন্সের জন্য Nyholm প্রাইজে সম্মানিত করা হলো।

4. অযোধ্যা এয়ারপোর্টের জন্য লাইসেন্সের অনুমোদন দিলো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।

5. ‘Pariksha Pe Charcha’ এর সপ্তম সংস্করণের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6. ক্যান্সারের জন্য Aktocyte ট্যাবলেট তৈরির জন্য DAE এবং IDRS Labs জোটবদ্ধ হলো।

7. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বাড়িয়ে 6.7% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

8. Hindustan Coca-Cola Beverages, গুজরাট সরকারের সাথে 3000 কোটি টাকার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করলো।

9. ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) এ অন্তিম ফাঙ্গালকে মহিলাদের মধ্যে রাইজিং স্টার অফ দি ইয়ার ঘোষণা করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment