কারেন্ট অ্যাফেয়ার্স 14th আগস্ট 2023 | Gksolve Daily Current Affairs 14th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 14th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Daily Current Affairs 14th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 14th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Daily Current Affairs 14th August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 14th আগস্ট 2023 | Gksolve Daily Current Affairs 14th August 2023

1. কেরল রাজ্যের নতুন নাম কেরালাম হতে চলেছে।

2. এয়ার ইন্ডিয়ার মালিক টাটা সন্স সংস্থার জন্য নতুন লোগো এবং ডিজাইন লঞ্চ করল।

3. রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট সম্প্রতি ‘ইন্দিরা গান্ধী ফ্রি স্মার্টফোন যোজনা 2023’ লঞ্চ করলেন।

4. নেহেরু ট্রফি নৌকা প্রতিযোগিতার 69 তম সংস্করণ কেরালায় অনুষ্ঠিত হতে চলেছে।

5. তেলেঙ্গানা ভারতের প্রথম এগ্রিকালচারাল ডেটা এক্সচেঞ্জ এবং এগ্রিকালচার ডেটা ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক লঞ্চ করল।

6. গত 12 ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হল, এবছরের থিম – Green Skills For Youth: Towards a Sustainable World.

7. IEPFA এবং কমন সার্ভিস সেন্টার (CSC) সম্প্রতি ইনভেস্টর অ্যাওয়ারনেস ভ্যান লঞ্চ করল যার নাম ‘Niveshak Sarathi’.

8. গুজরাটের গান্ধীধাম শহরে IFFCO ন্যানো ইউরিয়া প্লান্টের শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

9. ন্যাশনাল আ্যাপরেন্টিস প্রমোশন স্কীমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লঞ্চ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

10. ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Tehmasp Printer কে নিযুক্ত করা হল।

আরও পড়ুন:

Leave a Comment