দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 20th November 2023

Rate this post

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th নভেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Bangla Current Affairs 20th November 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th নভেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Daily Bangla Current Affairs 20th November 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th নভেম্বর 2023 | Daily Bangla Current Affairs 20th November 2023

1. ক্যারিবিয়ান কমিটির ভারতীয় এনভয় হিসেবে Amit S Telang কে নিযুক্ত করা হলো।

2. অ্যাক্সিস ব্যাংকের উপর ₹ 90.92 লাখ টাকা পেনাল্টি চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক।

3. অল্প পরিমাণে ডিজিটাল পেমেন্টের জন্য ফেডারেল ব্যাংক ইউপিআই লাইট লঞ্চ করলো।

4. ভারত-শ্রীলঙ্কা যৌথ অনুশীলন ‘মিত্র শক্তি 2023’ পুনেতে শুরু হলো।

5. কর্ণাটকে 4119 কোটি টাকা অর্থের গ্রিনফিল্ড পোর্ট গড়ে তুলতে আওয়ার্ড জিতলো JSW.

6. বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম 50 টি উইকেট নিলেন মোহাম্মদ সামি (17টি ইনিংস)।

7. ভারতীয় রেলওয়ে এবং IRCTC জোটবদ্ধ হয়ে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন লঞ্চ করতে চলেছে।

8. আম্বালা ক্যান্টনমেন্টের এয়ার ফোর্স স্টেশনে ভারতীয় এয়ার ফোর্স একটি এয়ার-শো এর আয়োজন করতে চলেছে।

9. ডায়নামিক ইকোসিস্টেম সংযুক্ত করতে ভারত এবং ইউএস চুক্তি স্বাক্ষর করলো।

10. আবুধাবীর ন্যাশনাল এক্সিহিবিশন সেন্টারে গ্লোবাল মিডিয়া কংগ্রেসের দ্বিতীয় সংস্করণ শুরু হলো।

আরও পড়ুন:

Leave a Comment